দুঃখমেলায় বসে চিরহরিৎ মন
সমুদ্রের ফেনায় গা ভাসায়,
একটা ঝরঝরে বিকেল
লাল সূর্যের জামা পরে
প্রত্যাশা করে নতুন ভোরের ।


সবুজ বনে কুল কাঠের আগুন
সাদা মেঘের বৃষ্টিহীনতায়
বাড়ায় দু'চোখের ধোঁয়াশা,
অলংকারহীন স্বপ্নগুলো
ক্রমশ অর্থহীন হয়ে পড়ে
যখন আমাদের দূরত্বটা
আরো দীর্ঘ হয় ।