১।
বিষন্ন সকালে সূর্যের আলো
মেঘহীন আকাশ, খোলা নদীর পাড়
খেপা বাউল হেঁটে যায় একতারা হাতে
জীবন দিয়েছে যাকে লম্বা পথ রেখা
বাসনার কতকথা স্বেচ্ছা নির্বাসনে
তবুও সুরের মায়াজালে নির্মোহ জীবন
অদৃশ্য সুতোর কাছে নিজেকে সমর্পণ ।


২।
বেলা বেড়ে রোদের রঙ পরিবর্তন হয়
রঙিন গাড়ীর কাঁচে বিলাসীরা ছায়া পায়
সুরম্য অট্রলিকাতেও যখন সব ফুল ফোটেনা
তখন অবেলাতেও আকাঙ্খার স্তুপ দীর্ঘ হয়
সম্পদের পাহাড় ছড়িয়ে যায় লোভের সীমারেখায়
কামনার ছোট নদী খোঁজে আরো শাখা প্রশাখা
তারপর সর্টকাট হিসাবের খাতা
অদৃশ্য সুতোকে দৃশ্যমান করতে
ভক্তির ঘর নির্মাণ, পবিত্র ভূমিতে গমন
যাতে মিলানো যায় জীবনের যোগ, বিয়োগ, ভাগ, গুণন ।