তুলোর মতো উড়ে যায় শ্রাবণের মেঘ
ধুরুন্ধর স্বপ্নেরা পায়না অর্থময়তা
স্নান শেষে আবার ফিরে আসা নিজের আসনে
সকাল থেকে বিকেল
কানামাছি খেলে সময় পার
সংসারের মায়াজাল
ব্দ্ধ আবহাওয়ার মতো গুমোট
তবুও
সব ছেড়ে ছুড়ে হওয়া যায়না সন্ন্যাস
নীল পদ্মে সাপের ফনা
আকাশি ইচ্ছেরা হয় ধূসর পান্ডুলিপি
নিস্প্রাণ জলের মতো এইসব চাওয়া
পাখির ধবল পাখায় উড়ে চলে ।
রাতের নক্ষত্রই ভালো
কর্মচঞ্চল দিনের ব্যস্ততায় থেকেও
আকাশ থেকে হারিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা
রাত হলেই
একগুচ্ছ আলো নিয়ে আবার হাজির হওয়া;
কিন্তু নিশ্চিৎ আমার বিনাশ
যখন শেষ বাঁশির অপেক্ষায়
তখন তার ছেড়া ট্রানজিস্টার হয়েও
আমি বাজতে চাই ফেলে আসা প্রজন্মের কলেবরে ।
সুতরাং
মায়াজাল এবং সন্ন্যাসের উদোম হাওয়া
দুটোই খেলা করে
মোহ এবং নির্মোহের সাজ ঘরে ।