সাগরি
রাত হয়ে এসেছে
ভাবছি তোর দ্বীপে এবার সাগর জলে নোনা হবো
ভাঙ্গা হাটের বাড়তি সওদা নিয়ে
অনেক ঘুরেছি আমি, নগর থেকে বন্দরে
পানকোড়ির চোখে বেঁচে থাকার স্বাদ দেখে
ডুব দিয়েছি মাইলের পর মাইল,
ফুটপাথে পড়েছিলাম আমি
চোখ ধাঁধানো আলোর মিছিলে
দেখেছি সাদা হৃদয়ের বেচাকেনা।
সাগরি
আমি কি পাবো
তোর দ্বীপে একটুখানি আশ্রয় ?
চারিদিকের থৈ থৈ জলের রহস্যে
এখানেও যদি দেখি মরণ ফাঁদের খেলা
তাহলে আমিই জলোচ্ছ্বাস হবো
ভাসিয়ে দেবো তোর ইচ্ছের বসত বাড়ি
নারকেল শাখায় হাওয়ার দুলুনিতে
খুলে দেবো তোর শরীরের বাঁধন
বুনো হরিণীর মায়াবী চোখে
এনে দেবো জাদুর পরশ
কি হবে বুকের গবাক্ষ আটকে রেখে ?