(কবিতাটি প্রথমে 'অকাব্য' শিরোনামে পোষ্ট করেছিলাম, কিন্তু বেশ কয়েকজন কবি বন্ধু শিরোনামটিকে যথাযথ মনে না করায় আমি কবি 'আসোয়াদ লোদি'কে একটি শিরোনাম দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম । 'চোখের তারায় ক্ষুধার সত্যতা' মূলতঃ কবি বন্ধু আসোয়াদ লোদি'র দেওয়া শিরোনাম । তাই কবিতাটি আমি আসরের অন্যতম শক্তিশালী কবি আসোয়াদ লোদি'কেই উৎসর্গ করলাম ।)


হাতে বিধেছে গোলাপ কাঁটা
পাষাণী অন্তর ছুড়ে ফেলেছে যাযাবর প্রেম
সহজ সত্যগুলোও যখন পায়না সরল রেখা
তখন সরু গলি পার হয়ে যায় বড় রাস্তায়
সেখানেও দেখি মোটা রশিতে বাঁধা সুন্দরের হাত
এবার নাগরিক কোলাহল ছেড়ে
বুক চেতিয়ে দাঁড়ায় খোলা ময়দানে
তারপর মেঘের কোলে মাথা রেখে
আকাশকে কানে কানে বলি,
সত্য কি আরো অনেক দূরে ?
নিশ্চুপ আকাশ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে
এরপর হারিয়ে যায় শূন্যতার গভীরে ।


প্রজাপতির পাখায় খেলা করছে সুন্দরের মায়াকানন
আর অনাথ চোখের তারায় দুলছে ক্ষুধার সত্যতা
এক হাটু জলে এখন থৈ থৈ চারিদিক
যানবাহনহীন রাস্তায় আছে বাড়ি ফেরার দায়,
আমি এখন প্রজাপতির পাখায় ভর করে
অনাথ চোখে ক্ষুধার কাব্যতা পূূরন করব ?
যেখানে সত্য এবং সুন্দর পাশাপাশি অবস্থান করছে
অথচ বাড়ি ফেরাটা আমার খুব জরুরী ।