বঙ্গদাদীর হাতে হারিকেন দিয়ে
অন্ধকারে লুকিয়ে আছেন বঙ্গদাদা
টেকনাফ থেকে তেতুলিয়া
বাড়ানো হয়েছে আলোর সলিতা
হাপিত্যেশ গবেষক
দিস্তা দিস্তা কাগজ ফুরিয়েছে
পড়ে আছে কাড়ি কাড়ি বইয়ের স্তুপ
অথচ থিসিস ব্যার্থ হতে পারেনা ।


কি পায়নি আমরা ?
কম্বল থেকে চোরের খনি
তলাবিহীন ঝুুড়িতে গণতন্ত্রের সওদা
সাত কোটি থেকে ষোল কোটি আদম হাওয়া
চুয়াত্তরে কাকের সাথে মানুষের দূর্ভিক্ষ বাদ দিলে
বাকীটা কেবল উন্নয়নের ভাগ বাটোয়ারা ।
পাথরে কপাল ঠুকে গড়ে নাও ভাগ্যের চাকা
যার নীতিই নেই, সে আর কিসের দূর্নীতি করবে ?
চাঁদাবাজী, টেন্ডারবাজী, অর্থপাচার-এগুলো তোমার কর্ম নয়
তার জন্য বিরাট বড় ছায়া লাগে, বট বৃক্ষের ছায়া ।


এসো, আমরা একজন গবেষককে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করি
যে আমাদের একজন বঙ্গদাদা এবং বঙ্গদাদী নির্বাচন করে দেবে
তাতে যদি একবার গেরুয়া পালে নাও ভাসাতে পারি
তবে মন্দ কি ?