তোমার চোখের দৃষ্টি এখনও সীমাহীন
মায়াবী দিগন্ত এখনও সবুজকে পথ দেখায়
জেনে রেখো,
তোমার মনের বারান্দায় যাকে আমন্ত্রণ করেছিলে
সেই'ই তোমার শেষ অতিথি নয়,
কি আর নিয়েছে তোমার ?
কতটুকু নিয়েছে ?
পাহারকে জিজ্ঞাসা করো
তার বুকের ঝর্ণায়  স্নান করেছে কতজন ?
তবুও ঝর্ণা মানেই নিস্কলংক, পবিত্র ।


কে বলেছে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে ?
সকালের কাঁচা রোদ এখনও তোমাকে ছুঁয়ে যেতে চায়
পাখির ঠোঁটে জমা আছে ঘুম পাড়ানি গান
পৃথিবীর সব আলো রয়েছে তোমার'ই চোখে ।
ফিরে এসো আবার
এই ছায়াঢাকা নীড়ে, সবুজ প্রান্তরে
হেঁটে যাও আউশ ধানের ক্ষেত মাড়িয়ে
মাথাভাঙ্গার পাড়ে, হাঁটুজলে ।


খাঁ খাঁ চৈত্রের কাঙ্খিত শীতল বাতাসের মতো
যারা অপেক্ষায় আছে তোমার জন্য
তারা আর কেউ নয়-তোমার নিরাপদ ভবিষ্যৎ ।