স্ত্রী আঁকড়ে ধরেছিল স্বামীর প্যান্টের পকেট
স্বামীর দু'হাতে ধরা ছিল তাদের শিশু সন্তান
ওরা আসলে
জীবনকেই আঁকড়ে ধরেছিল
কিন্তু খেপা পদ্মার ঢেউ ঠিক করেছিল
ওদেরকে মৃত্যুর হাতেই তুলে দেবে ।
স্বামীর আহাজারী-
প্যান্টের পকেট ছিড়ে স্ত্রী মিশে গেছে জলের সাথে
ছিটকে গেছে দুই হাতে ধরা দুই শিশু সন্তান ।


স্বামীর দু'চোখ এখন
অন্ধকার ঘনিয়ে আসা নিষ্ঠুর পৃথিবী ।
যে প্রতিক্ষার শেষ নেই
হাজারো প্রিয় হারার সাথে তাই
উদ্ভ্রান্ত চোখে স্বামীও চেয়ে আছে উদয়াস্ত ।
মিডিয়া, ক্যামেরা, সাংবাদিকের ভিড়
আর মন্ত্রীর গলা ভাঙ্গা আশ্বাস বাণী
কোন কিছুতেই কমবেনা অন্ধকারের ঘণত্ব, ঝিঁ ঝিঁ পোকার ডাক
এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ
তারপর পত্রিকার পাতা থেকে মুছে যাবে সব ন্যাকামী
আজকের ছিঁচ কাঁদুনে মান্যবরেরাই হয়ত একদিন
ওখানে নৌ ভ্রমনে গিয়ে বলবে,
ইস্, জায়গাটা কী মনোরম আর কী সুন্দর জলের ঢেউ !