কি দরকার ছিল
মধ্য বেলায় এসে
ভেঙ্গে দিয়ে যাবার ।
সারি সারি সুখের স্তুপ
গরম তাওয়ায় মাখন পরোটা
বেলকনিতে বসে থাকা ভদ্র মেহমান
নিয়মমাফিক প্রাত ভ্রমন,
সব ভেঙ্গে দিয়ে গেলে ।
বুকের পাটাতনে স্বপ্নের হুড়োহুড়ি
নাগরিক ইচ্ছে-পাখির ডানা
সিপন জর্জেটে মন কাড়া নক্সা,
নিমিসেই ভেঙ্গে দিয়ে গেলে ।
এতসব ভাঙ্গনের কোলাহলে
পাখি গেল উড়ে, বাসা ছেড়ে ।


এখন ভাঙ্গা এসব টুকরো কণা
ছড়িয়ে পড়া সো-কেসের সুখ-খানা
চারিদিকে ছিটিয়ে থাকা বারোমাসি বায়না,
আমাকেই কুড়িয়ে রাখতে হবে ।