মৃত্যুর মতো অমানিশাদের কি
ঝাড় ফুঁক দিয়ে তাড়ানো যাবে ?
মহাকাল অপেক্ষা করছে
কার বাড়ির আঙিনায় পা রেখে
ফুরিয়েছো জীবনের বেলা ?
এক জোড়া চোখের দৃষ্টি
আর বুকের হাহাকার
-বড্ড কাঁদিয়েছে আমায়
আমি কিছুই চিনতে পারিনি
তাই বার বার ভুল করেছি ।


ধোঁয়াশার মতো মুশলধারে বৃষ্টি
আর দিগন্ত জোড়া বিস্তৃত মাঠ,
কিভাবে গড়িয়ে গেছে সময়
এত ছোট ভাবুক মনকে
কে আর বলে দেবে
পরিচর্যাটা এভাবে করতে হয় ।
স্কুলের আঙিনায় দৌড়-ঝাপ করা হয়নি বলে
এতটুকু মন খারাপ করেনি
সারা কোল জুড়ে একটা ভালোবাসার পরশ
বদলে দিয়েছে কেবলি পৃথিবীর রঙ ।


ভাঙ্গা সুটকেস আজ
একেবারেই গেছে ভেঙ্গে
বৃষ্টির অভাবে পুকুর গেছে শুকিয়ে
খাঁ খাঁ রোদে ভরা বিলের তলা ফেটে চৌচির
কেবল আমার দু'চোখ জুড়েই থৈ থৈ জল !
মহাকাল, তুমি কি এবার
আমার এই জলটুকুও কেড়ে নিবে ?