বাড়ন্ত যৌবন তোমার
খুব সহজে
দৌড়ে গিয়ে ছুঁয়ে দিতে পারো হলুদ বসন্ত
যখন কলাবতী স্বপ্নে গোধূলী একাকার
সাদা মেঘে হাওয়ার নৌকায়
আকাশ নীলে ঝরে পড়া হাসির ফোয়ারায়,
তখন আমি কিছুতেই পারিনা
তোমার মেঘ রাজ্যে, হাওয়ার নৌকায় সহযাত্রী হয়ে
আকাশ নীলে পাড়ি দিতে ।
বড্ড বেপরোয়া তোমার বুকের জমিন,
আনাড়ী এক কৃষক আমি
বুঝিনা লাঙ্গল চালানোর কৌশল,
তোমার চোখের দৃষ্টিই আমার ফসল ।


অন্ধ গলি পেরিয়ে নাগিরক কোলাহল
কেনা-বেচা শেষে হাট ফিরতি আমি
নিঃসঙ্গ আঁধার ঠেলে
যদি পেয়ে যাই কোন এক সূর্য উঠা ভোর
সেদিন না হয় তোমাকেই খুঁজে নেবো ।