দিকভ্রান্ত অন্ধকারে
যারা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল রাস্তায়
তাদের কেউ কেউ মাঝ রাতে ফিরে এসেছে
ওদের উদভ্রান্ত চোখ আর ভাষাহীন চাউনি
দেখলেই বোঝা যায়
যা অর্জন করতে গিয়েছিল ওরা তা পারেনি ।


আর যারা ফিরে আসেনি
তাদের অন্ধকারটা প্রকট হয়েছে চিরতরে
বিজয়ী হলেই বা কি হতো তাতে ?
ফুল আর চন্দন দিয়ে
তাদের বরণ করতো যেসব নেকড়ে
ওরাই গিলে খেতো একদিন
পরিবর্তনের সু-বাতাসকে ।


এই যে বুকের উপর পাথর চেপে বসেছে,
উদয়-অস্ত বয়ে বেড়ানোর দায়
তোমাকে আমেকেই নিতে হচ্ছে ।
দম দেওয়া সময়ে
দম ফুরিয়ে গেলেও
কিছুতেই তুমি অবৈধ বলতে পারছোনা
কারন, নেকড়েরা জঙ্গল থেকে বেরিয়ে
এখন লোকালয়ে হানা দিয়েছে ।