পাথরকে ছাড় দিয়ে
যদি ফোটানো যেতো বিশ্বাসের ফুল
আমি এক সমুদ্র অন্তর দিতাম
ক্ষীণ মাথাভাঙ্গার গড়িয়ে পড়া জলকে
যেমন বাঁচিয়ে রেখেছে অসংখ্য শীতল ঝর্ণা
তেমনি আমারও অনেক নদী চাই
ছোট ছোট ঢেউকে জিইয়ে রেখে
জলজ শেওলার চোখ দিয়ে
আরো দীর্ঘ পথ পাড়ি দিতে চাই
কারন, সমুদ্রই আমার শেষ গন্তব্য ।


যে শকুন লাশের নেশায়
ভুলে গেছে উড়ার ছন্দ
তার জন্য শুধু জমা রাখা যায়
লাল বিদ্বেষ । যেখানে
ঘৃণার বাষ্পেরা ঘণীভূত হয়
তারপর বিস্ফোরিত হয়, অথচ
একজোড়া সাদা পায়রার টলটলে চোখে
পাওয়া যেত শুভ্র মেঘের সুনীল আকাশ ।