ধুলো, বালি, ময়লা, আবর্জনার স্তুপ ভেদ করে
খুপরি ঘরে ফেরে পরিশ্রান্ত ভালোবাসা
ঘামের উৎকট গন্ধ তখনও
লেগে থাকে শরীরে,
এভাবে নিজেকে মেলে ধরা যায়না
রাত বাড়ে
চারপাশের এত রঙিন আলোতেও
ওদের স্বপ্নগুলো রয়ে যায় বড্ড সাদা-কালো ।
কারা ওদের ঘাম বিক্রি করে
লক্ষ কোটি ডলারে ?
সিঁড়ির পর সিঁড়ি ভেঙ্গে ঝুম ঝুম নৃত্যে
বাড়ায় অহংকারের মাদকতা ?
আঙুল উঁচিয়ে বলে, ছেঁটে দিলাম তোদের
ইচ্ছে হলেই দূর্বল পেটে লাথি মারা যখন তখন ।
এভাবে আর কতদিন পিঁপড়ের মতো
গর্ত থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসা ?
খুব অল্প চাহিদা ওদের
সময় মত পূরণ করো
তোমাদের পোশাকি ঈদের কড়কড়ে ঘ্রাণে
যেন মুছে না যায়
স্নেহমাখা একটা লাল পিরানের স্বপ্ন ।
নয়তো দল বেঁধে চলা পিঁপড়ে
কামড়ে দিতে পারে সোনার শরীরে ।