বৃষ্টির শব্দে ঘুম ভাঙ্গা সকালে দেখি,
বর্ষার আকাশ জুড়ে খেলা করছে কবিতা
ছোট ছোট বৃষ্টির ফোঁটায়
নেচে উঠছে এক একটা শব্দের ঝংকার ।
কে যেন বলল, আজ কবিতা লেখার দিন-
ভেসে যাক এই খেলাঘর, কর্মের বিড়ম্বনা
স্বার্থের অহংকার, বন্ধুর প্রতারনা
প্রিয়তমার মিথ্যে হাসি, ভালোবাসার ছলনা
রাজার মুকুট, শপথ বাক্য, রাজনীতির বেলেল্লা
- সব ।
আজ শুধু কবিতা লেখার দিন
সত্যের মত সুন্দর আর কি কিছু হয় ?
গভীর দৃষ্টিকে আমি চিনিনা
খুঁজিনা চোখের আড়ালে আরেক চোখ
আমি দেখি রাস্তার পাশে শিশুটিকে
এখনও বৃষ্টিতে ভিজতে, ওর চেহারায়
ভেসে উঠে বাংলাদেশের মানচিত্র
ওর জন্য ঘর চায় ঘর, বন্ধন চায়, আলোর ঠিকানা ।
সময় এসেছে, জনতার কাঠগড়ায়
মিথ্যেবাদী রাজাকে দাঁড় করাবার
মুখোশ খুলে দেব এবার সব ভন্ড দেশ প্রেমীকের
তারপর বৃষ্টিকে বলব, তুমি আরো জোরে এসো
ধুয়ে দাও সব মনের ময়লা, মিথ্যে অহংকার
দূর হয়ে যাক সব অকল্যাণের অন্ধকার ।


বর্ষার আকাশ জুড়ে হেসে উঠুক কবিতারা ।


         'বরষার আয়োজন'