লোভের শৃঙ্খল খুলে দেওয়ায়
বিবেকের কাঠগড়া লজ্জায় অবনত,
আজকাল ইচ্ছে করলেই
খাওয়া যায় কারু ফসল, স্বপ্ন, সংসার
বছরের পর বছর ।
চুনকালি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা যুবক
এখন অনেকটা পরিশ্রান্ত
সত্যের মত বদমাইশের কারনে
বার বার ওর এই পরাজয় ।


এবার মিথ্যার পরিচর্যা হবে
রোদের রঙ যাই হোকনা কেন
তার নাম শুধুই কালো
বিবেকের গুল্লি গিয়ে পড়বে
বঙ্গোপসাগরে, আর
যুবকের নেতানো শরীর
যদি চাঙ্গা হয় তাতে
তবে মুন্ডুশুদ্ধ চিবিয়ে খাওয়া যাবে
কুৎসিৎ বিবেকহীনের
তারপর না হয়
আবার ফিরে আসা যাবে রেললাইনে ।