মাঝে মাঝে শরীর কথা বলে উঠে
মনকে আড়াল করে
হতে চায় বিজয়ী সৈনিক
নেশাতুর চোখ
সার্চ লাইটের আগেই দৃষ্টি প্রসারিত হয়
স্নায়ুতে তখন তুমুল ঝড়
দু'কুল ভাসিয়ে ঠান্ডা স্রোতে
আবার ফিরে আসা সরল রেখায় ।


বুকের মাঝে এত দৈববাণী !
অথচ আঁচল সরলেই দেখি
খাঁ খাঁ মরুভূমি ।
ভাংগা ইট, কাঠ, দালান কোঠা
পড়ে থাক
চলো নিসর্গকে এবার সাজিয়ে দেখি ।