জলের উপর গা ভাসিয়ে
দেখা হয়না
উন্মুক্ত আকাশ,
যন্ত্রমানব
ভুলে যাওয়া অনুভূতি
কার শাড়ীর আঁচলে বাঁধা ছিল
ডোরাকাটা ভালোবাসা ?
সবুজ ঘাসের চোখ
কোণঠাসা
লেদ মেশিনের নাট-বোল্টের মতো ।


মলিন ধ্রুবতারা
সত্যের অপলাপে
অস্তিত্ত্বের সংকট,
যুগের বার্তায়
সভ্যতার উন্নয়ন
চোখ ধাঁধানো আলো
শোকেসে তুলে রাখা সুখ
ইচ্ছে মতো ভোগ করা,
তবুও আকাশকে মনে পড়ে
সন্ধ্যা হলে
ঝিঙে ফুলের ঘ্রাণে
সাঁঝবাতি জ্বালি
জীবনের প্রস্তুতি নিই
অন্য চোখে ।