আউশ ধানের পাতায় বৃষ্টির ফোঁটা
সবুজ পাটক্ষেতে উছলে পড়া বাতাসের ঢেউ
ছোট নদী মাথাভাঙ্গায় এপার-ওপার ডুব-সাঁতার
থৈ থৈ জলের উপর ফোটে বৃষ্টির খৈ
অপূর্ব বর্ষার সেই ছেলেবেলা আজ কই !


দূরন্ত কিশোরের হাতে কদম ফুল
চেনা কিশোরীর ঠোঁটে বাঁকা অভিমান
কুমারী বর্ষার স্পর্শে জেগে উঠা নারী
নরম বেলী আর রজনীগন্ধার সুবাসে
কিশোরও জেগে উঠে বাঁধ ভাঙ্গা পুরুষে
ধূসর মেঘ, এনে দেয় কামনার বৃষ্টি ।


আম আর কাঁঠালের সারি সারি গাছ
বর্ষার রসে ওদের বাড়ন্ত যৌবন
উলুবনের উপর ছল ছলে পানি
খালি পায়ে পাড়ি দেওয়া সবুজ মাঠখানি ।
সূর্যটা যখন ঢেকে যায় মেঘের ছায়ায়
নিজেকে তখন খুঁজে পাই বর্ষার মায়ায় ।


        "বরষার আয়োজন"