কপালের উপরে চুল, বাতাসে উড়ছে
বার বার এক হাতে সরিয়ে দিচ্ছো তুমি
ঘনিয়ে আসা সন্ধ্যার মৃদু আলোয়
ক্রমশ আঁধারে ঢেকে যাচ্ছে তোমার মুখ
তুমি বসে আছো, হারানো দিনের মতো
চোখদুটি সুদূর ইতিহাস, রহস্যের ঘের
                একটু আগে তুমি বলেছিলে
আকাশ সুন্দর, পাখিরা ঘরে ফিরছে
রঙিন বাতি জ্বেলে প্রতিদিন
কারা যেন দ্যাখে শিল্পের মুখ
কপালের উপরে চুল, বাতাসে উড়ছে
বার বার এক হাতে সরিয়ে দিচ্ছো তুমি
শিল্পের শরীরে উত্তেজনা
             হৃদয় পোড়ে ।


ভালোলাগা মিথ্যেগুলো একদিন বাতাসে মিলিয়ে যায়
সময় ফুরিয়ে যায়, দিগন্ত সরে যায় আরো দূরে
তোমার আমার ছোট ছোট সুখ ও স্বপ্ন
অতৃপ্ত বাসনার ভাঙ্গা মুহূর্ত
একদিন মৃত্যু এসে নিয়ে যাবে সুদূরে
আসবে নতুন প্রজন্ম, গড়বে নতুন জনপদ
নতুন স্বপ্ন এসে সরিয়ে দিবে পুরানো স্বপ্নকে
তবুও
কপালের উপরে চুল, বাতাসে উড়ছে
বার বার এক হাতে সরিয়ে দিচ্ছো তুমি
ঘনিয়ে আসা সন্ধ্যার মৃদু আলোয়
ক্রমশ আঁধারে ঢেকে যাচ্ছে তোমার মুখ
তুমি বসে আছো, হারানো দিনের মতো
নতুনের আগমনে আমাদের ছুঁয়ে যাওয়া
                   এই সব দৃশ্যের সখ্যতা
জানিনা একদিন অমরতা পাবে
নাকি হারিয়ে যাবে অসীম শূন্যতায় ।