কোন্ অর্জন বাকী আছে এখনও ?
গোলাপ জলে গোসল হয়েছে অনেকবার
রক্ত জলে প্রতিহিংসার আগুনেও কম নয়
বুকের পাঁজরে পাথর ভাঙ্গা আঘাত
চৌদ্দ গোষ্ঠীকে চিবিয়ে খেয়ে থু করে ফেলা
- আইন দিয়ে, আদালত দিয়ে, ক্ষমতা দিয়ে;
উহ্য থাক কেবল বাহুবলের কথা ।
আরো পঞ্চাশ হাজার তাক করা রাইফেল
কার আছে সাহসী বুকের পাটা
পেতে দিবে মৃত্যুর অমানিশার অন্ধকারে ?


এক সাগর রক্ত পেরিয়ে গড়তে পারবেনা
আরেকটি স্মৃতির মিনার, তাই
সময় থাকতে সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ো,
যদি নিরাপদ আশ্রয় পাও সেখানে ।
নয়তো
হা করতে যাওয়া টেপ মারা মুখে
বাড়বে শুধু অসহায় গোঙানী
তারপর
শীতলক্ষ‌্যার মতো কোন নদীর জলে
ভাসবে তুমি-কালের কোলে ।