চোখের ভাষা পড়তে পারোনি বলে
মনকে সরিয়ে রেখেছো দূরে
তাইবলে জোনাকিরা থেমে নেই
বেকুবের মতো ওরা আলো ছড়াচ্ছে চারপাশে ।
রাত্রি গভীর হয়ে
যখন চাঁদ ডুবে যায়
তখনও কেবল আমিই জেগে থাকি
পৃথিবীর নিরন্ন মানুষের মতো
মলিন বিছানায় পড়ে আছি আমি
ক্ষুধার জ্বালা নেই
আছে অধিকার হারাবার তীব্র দহন ।
শিমুল ফলের মতো তোমার মুখ
কঠিন দেখালেও ফোটার অপেক্ষায় প্রহর গুণছে
-এ আমার দৃঢ় বিশ্বাস;
জানি, তুমি কোন পাত্রে রাখা জল নও
সময়ের সাথে বদলে যাবে রূপ,
তবুও ভয় হয়
অচেনা কোন দৃশ্যাবলীকে ছুঁয়ে দেখা
আমার কাম্য নয়, একা একা
কোন সোনার দেশে পাড়ি দেওয়া
সেটাও আমার চাওয়া নয়,
তারচেয়ে
নিঝুম রাতের প্রহরে আমি নির্ঘুম জেগে থাকব
মনের বাতায়ন খুলে দিয়ে ।
তুমি না হয় রাতের শিশিরকে ভালোবেসে এসো
ঠোঁটে ভোরের পাখির গল্প নিয়ে,
তবুও তুমি এসো ।