শেষ পর্যন্ত তোমার কাছে ফিরে আসতে হবে জেনেও
রঙিন পাখার শীতল বাতাস পেতে
সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে
নদীর কাছে গিয়েছিলাম ।
বন্ধ জলাধার, নদী নয়
খড়-কুটোরা দাঁত বের করে আছে
আর শেওলার জলে বাড়ছে কান্নার রোল ।


এবার হেঁটে হেঁটে ওপারে গেলাম
রহস্যঘেরা ওপার এখন ছায়াহীন খোলা আকাশ
ছঁবির মতো গাছগুলো কোথায় গেল ?
মাটির শূন্যতা সবুজের জন্য
বেড়েছে কেবলই হাহাকার ।
ফিরে আসলাম ভোরের কুয়াশার কাছে
এতক্ষণ ওরা অপেক্ষা করছিল
আমি ঢুকে পড়লাম আমার চেনা কুয়াশার ঘরে ।