সন্ধ্যাবেলায় হাত পুড়িয়ে রান্না
বেগুন ভর্তায় কাঁচা মরিচ, সরিষার তেল
ডিম ভাজিটা সহজ
কিন্তু খেতে ভাল লাগেনা,
ভাল লাগে মাছের মুড়ো
নরম হাতে গেলাস ভরা জল
লাল বেনারশীর ফাঁকে উছলে পড়া হাসি ।
সুখেন্দু বলে, ওসব নাকি জীবনকে চিবিয়ে খাওয়া
আলতা, স্নো, পাওডারে ঝিলিক মারে হাসি
মেয়াদকাল অতি সামান্য
দামী গহনা, বাড়ি, গাড়ী
এনে দাও সবাইকে ছাড়ি ।
নয়তো
নক্ষত্রের আলোয় পথ চলো একা একা
পেয়ে যাবে একদিন মেঘের দেশে সোনার পালংক পাতা
নেশার গেলাশ ভর্তি এক একটা বিষণ্ণ সকাল ।


সবার ঘর হয়না, হতে নেই
ব্যতিক্রমী মানুষ পৃথিবীতে কিছু থাকে
থাকেনাকি ?
-থাকে ।