কাঠঠোকরা
কাঠ খায়, না ঠোকরায় ?
গর্তটা দিনে দিনে বড় হয়
        সূর্যের উত্তাপ পড়ে
        যন্ত্রনা সাইতে হয় ।
পুকুর পাড়ে জনান্তিকে দেখেছি
ভরা যৌবনে কার ঠোকরের চিহ্ন !
চোখে এক সমুদ্র জিজ্ঞাসা
শরীরের ক্ষতে নেই উত্তাপ,
তবুও ভাঙ্গা ঘর, ধ্বংসস্তুপ ।
সভ্যতার চোখে ঘৃনার বাস্প
জনে জনে ছড়িয়ে দেয় ।
কামনার উৎসুক নেশা, আর
হাজারো কাঠঠোকরার কুৎসিৎ দৃষ্টি
-প্রেমহীন ।
জনান্তির ব্যর্থ চিৎকারে
নিস্ফল পাদটীকা,
পারেনা আলোর পথ দেখাতে ।
মাংসলোভী কাঠঠোকরা
গাছ নয়, জনান্তিকেই ঠোকরাতে চায় ।