বোধের চেতনা উন্মুক্ত হয়
মহৎ আলো ছড়িয়ে,
যখন সত্যরা ছুঁয়ে যায় মহত্বকে
তখন মনের শুভ্রতা পাখা মেলে আকাশের নীলে ।
কিন্তু তা পূর্ণতা পাওয়ার আগেই
বুকের পাটাতনে পড়ে হুড়োহুড়ি
কালিমালিপ্ত অসংখ্য পা
মাড়িয়ে যায় চোখ, কান, নাক, মুখকে
শুরু হয় আলো ও আঁধারের যুদ্ধ ।
মনের অন্দরে জ্বলে আলোর দীপ শিখা, আর
বাইরে ঘোর অন্ধকারের দাপাদাপি,
ফিটফাট পোশাকের নিপাট ভদ্রলোক
সিংহের মতো হুংকার দিয়ে ভাঙ্গে কালের কানুন
দেখাদেখি একদিন চামচিকেও হয়ে যায় হাতি
শুভ্রতা ছড়ানো মনের আলো হয় কম্পিত
ছায়াহীন একা একা পরিশ্রান্ত মাঠে
কেবলি ঘুম পায়, দপ করে নিভে যাওয়ার আগে
দ্যাখে, দীর্ঘ পথে কিছু নির্ভরশীল মুখ,
তখন বুকের পাটাতনে বেড়ে যায় হুড়োহুড়ি
কালিমালিপ্ত অসংখ্য পা
মাড়িয়ে যায় চোখ, কান, নাক, মুখকে ।