কিছুই শেষ হয়ে যায়নি এখনও
ভোরের আলো, রোদেলা দুপুর, সাঁঝের মায়া,
ঘাস ফুলের স্বপ্ন, সবুজ দিগন্ত, বহতা নদী
-কিছুনা ।
তোমার চোখের কান্না পৌছেছে বুকের হাহাকারে
আমি জানি,
কিছু গোলাপ ঝরে পড়লেও কিছু কলি রয়ে গেছে
এখনও ফোটার অপেক্ষায় তারা;
বৃষ্টি এবার হবেই, আকাশের বার্তা
পৌছে যাবে নিঃসন্দেহে মাটির কাছে,
আমরা হেঁটে যাব সবুজ ফসল ধরে ।


দিগন্ত নয় আমাদের শেষ ঠিকানা
বুকের শূন্যতাও নয় আমাদের শেষ চাওয়া,
আমরা রয়ে যাব এখানে, এই পাখি ডাকা ভোরে
সোনালী আলোর হাত ধরে, পাশাপাশি ।
শুধু ফিরে এসো একবার, অন্তরে আমার
সন্ধ্যা প্রদীপ জ্বেলে, কামনার ঘরে
রাতের সুখগুলোকে ধরে আনি-সব অভিমান ভুলে ।