বিচ্ছিন্ন জনপদ থেকে
হয়ত দিক ভ্রান্ত আমি
মৃত্যুর মতো ঘুম আসে কেবলি
হিম শীতল ।
শান্ত নদীর মতো কোন নারীর মুখ
ঠোঁটে লেগে থাকা ঈষৎ হাসি
সবুজ ঘাসের মতো চোখ
-আজ আর মনে পড়েনা ।
বয়স বেড়েছে ঢের পৃথিবীর
কামনারাও পথ হারিয়েছে মায়াবী আলোর কাছে
ভাঙ্গা চাঁদে বাড়ছে ক্রমশ অন্ধকার,
তবুও নক্ষত্রের কাছে ঋণী আমি
আমার শেষ আশ্রয় বলে কথা,
যখন বুকের শূন্যতা বাড়ায় সিথানের কষ্ট
তখনই দিক ভ্রান্ত হয়ে যায় আমি
মনে হয় শেষ পঙক্তি লেখার সময় বুঝি আর পাবনা
শেষ করতে পারবনা আমার শেষ কথা ।