কার জন্য বাঁধা এই ঘর ?
ভালোবাসা নয় স্থির
খুব সহজে বদলে যায় আলোর রঙ
তবুও বৃক্ষহীন ছায়া খোঁজা ।
মসৃন পথে কাঁটা বিছানো
হেঁটে যাও সতর্ক পদক্ষেপে ।


সীমানা যদি হয় উন্মুক্ত, দিগন্তের মতো
চলতে চলতে আকাশকে ছোঁয়া যায় ।
যে বাঁধন অন্তরকে ছুঁতে পারেনা
তা বাড়ায় শুধুই সামাজিকতার দায়
তাকে আর কতদূর নেওয়া যায় ?


তবুও কামনারা রক্ত মাংস চায়
রাত পোহালে শিশিরে জমে শূন্যতা;
ছবির মতো যদি সুন্দর হতো
দূরবীনে দেখা তাল পাতার ঘর,
যেখানে ভালোবাসা ও শান্তি অপার
তাহলে অপেক্ষা করতে হতোনা
আরো একটি জীবনের জন্য ।