সংক্ষিপ্ত দুনিয়ায়
কেবল স্বয়ংক্রিয় মেশিন বলছে,
মন্তব্য বড় করো, পয়েন্ট পাবে ।
বোমা খাওয়া পেট হাতড়াই কথার পাহাড়
নিস্ফল ভাব ও শব্দের গাঁথুনিরা তখন উড়তে থাকে
গোয়ালন্দ থেকে রানাঘাট, তবুও
ভারী হয়না মন্তব্যের পাহাড়,
ধৈর্য্য বড় বেরহম
ক্রমশ ডানহাতে নিচে নামে তালিকার পারদ
কিছু একটা আবিস্কার করতে হবে এবার
ইঁদুর দৌড়ে নয় পিছিয়ে পড়া
মাথায় আসে বাকলা তত্ত্ব
ছাল যার বাকলাও তার
শুধু লাগিয়ে দেয়া জায়গা মত,
তাহলেই লম্বা হবে মন্তব্যের পাহাড়, এবং
সেরার দৌড়ে বিজয়ী হবে বার বার ।
পৃষ্ঠা গুণে নম্বর দেয়া শিক্ষক
এসব দেখে মিটি মিটি হাসে
কারন, থিমটা তার কাজ দিয়েছে অবশেষে ।


বিঃ দ্রঃ সম্প্রতি বড় মন্তব্য করা নিয়ে লেখাটি কবি বন্ধুদের একটুখানি আনন্দ দেয়ার প্রয়াস মাত্র । কেউ যেন এটাকে সিরিয়াসলি না নেয় ।