যা গেছে, তা মনে হয় একেবারেই গেছে
ধুলোজমা রাস্তায়, দ্রুত পায়ে হেঁটে চলা
আর সয়না; বাড়ে বুকের ধুক ধুকানি ।
রঙিন সান গ্লাসের বদলে
এখন চাই পুরো সাদা কাঁচের চশমা
মাছের মুড়ো খাওয়া চোখের হয়েছে এই দশা ।


পরিস্কার আয়নায় ঘোলাটে পৃথিবী
ফালা ফালা মেঘের গর্জনে
নিশ্চুপ চেয়ে থাকা একাকী
যে শব্দে পাথরের দালানও কেঁপে উঠে ।


মনে পড়েনা আজ আর কোন মুখ
অন্ধকারের ধূসর জগতে ম্লান ধ্রবতারা
নরম বুকে নেই কামনার স্রোতধারা,
দংশন নেই, জ্বালা নেই, আছে অপেক্ষা
মাঠের পর মাঠ ভেঙ্গে সবুজ দিগন্তের কাছে
নদীর রেখা ধরে থৈ থৈ সাগরের কাছে
কিংবা আকাশের বুক চিরে কেবলি অপেক্ষা করে শূন্যতা
একদিন দু'হাতে গ্রহন করতে ।