সোনামুড়ির অনেক ক্ষমতা
ঢেঁকি কপালে লম্বা পাড়
ইচ্ছে হলেই থেতলে দেয় যাতার হাত,
কানামাছিরা তবু ভন ভন করে চারপাশে
বিষু, কৃষ্ণ, কায়েশের কাঙাল মন
নিজেকে মেলে ধরার পায়নি প্লাটফরম
ধুলোজমা মনের ক্ষেদে যখন পুরো হয় ময়লার আবরন
তখন কেউ কেউ চাই, এ ময়লা সাফ করতে,
কিন্তু চতুর শেয়ালের ডাকে
হওয়া যায়না লেজকাটা কালা কুত্তা
বেফাস চিন্তায় তবু কথায় ঠোঁটকাটা,
শুয়োরের বাচ্চা, তোর চৌদ্দ গোষ্ঠীকে দেখে নিব,
পরক্ষণেই মগজের মধ্যে কিল বিল করে বিবেক
সৃষ্টির ক্রিয়াতে হয় প্রতিক্রিয়া
সুন্দর সকালের ঝলমলে রোদ দেখেও বড় ভয় হয়
মেঘের জন্য কেবলি মন আকুলি বিকুলি করে
বৃষ্টি হলেই হয়ত কবিতারা হেঁসে উঠবে
তারপর মগজের কিল বিলে ভাবটাও কমে যাবে ।
এখন বরং বৃষ্টির জন্যে অপেক্ষা করাটাই শ্রেয় ।