এখন এ ঘর যেন এক আকাশ
শূন্যতার বসত বাড়ি; মলিন চোখে
খুঁজে ফেরা ঠুকরো স্মৃতি
অসীম আকাশে হারিয়ে যাওয়া মুখ,
হলুদ ফসল ভেঙ্গে মাথাভাঙ্গার পাড়
দ্রুত পায়ে হেঁটে চলা কি যেন এক নেশার ঘোর
একবুক জলের নিচে শেওলার কানামাছি
লাল পেড়ে শাড়ি পরা সন্ধ্যার সূর্য ।


এখন এ ঘর যেন চোখের ভিতরে আরেক চোখ
সবুজ ঘাসের উপর হিম শীতল
ভোরের ঠান্ডা হাওয়ায় ভেসে আসা আযানের সুর
সত্যের অনন্য উদাহরণ
ক্লান্তিহীন যুগের পর যুগ
ভালোবাসার সুদৃড় বন্ধন ।


এখন এ ঘর যেন দীর্ঘশ্বাসের পাথর চাপা পাহাড়
অন্ধকারে খুঁজে ফেরা অনন্ত হাহাকার
আমার'ই কাঁধে বহন করা আমার'ই লাশ,
আলোহীন মাটির ঘরে বন্ধ দরজা
রেখে আসা আমার'ই আরেক আমিকে ।
আমার এক চোখে পৃথিবী আরেক চোখে আকাশ
শূন্যতার মাঝে অসীম মমতা
যতদিন পৃথিবীকে দেখব আমি, দেখবে তুমিও ।