দিনের আলোতেও কারবারীরা এখন উচ্চ কণ্ঠ
কালো পোশাকের সাথে চলছে সাদার বেচা-কেনা;
এই উঠতি বাজারে সাত মাথার দাম
সাত কোটি টাকা আর এমন কি !
সাথে বাড়তি পাওনা হিসেবে, দাদা ভাইয়ের
বুক চাপড়ানো বাহবা, সোনার ছেলে বলে কথা ।


লাল-সবুজের স্বাধীন পতাকা এখনও পত পত করে উড়ছে
কাঁটা তারের বেড়ার লম্বা হাত নাকি খেয়ে ফেলছে
বিয়াল্লিশ বছরের উৎপাদিত সোনার ফসল ।
এসব বেহুদা আলাপে মন ভরেনা ছবেদ আলীর
সে ভাবে, খোলা চোখ কিভাবে বন্ধ রাখা যায়
এবার সে কৌশলটাই তাকে শিখতে হবে ।
জলজ্যান্ত মানুষ গুলোকে চোখের সামনে থেকে
যখন ওরা উঠিয়ে নিয়ে যাবে, তখন
সে টপ করে চোখ দুটো বন্ধ করে ফেলবে;
না, সে কিছুই দ্যাখেনি, না কালো পোশাক না সাদা পোশাক ।


ইদানিং শীতলক্ষ্যার জলে ওর খুব ভয় হয়
দুঃস্বপ্নে সে নিজের লাশ ভাসতে দেখেছে তিনবার
এত অপহরণ, গুম আর খুন দেখতে দেখতে
ওর বিশ্বাসেও আজ-কাল চিড় ধরেছে,
এবার কি তার প্রিয় মাতৃভূমি অপহরণ হওয়ার পালা ?