সুদূর অতীতে ঘুমিয়ে আছি আমি
অনুভবে কার স্নেহের স্পর্শ ?
সেটা কি ভালোবাসা, নাকি হাজার নক্ষত্রের আলো !
হৃদয় খুঁড়ে বার বার খুঁজে ফিরি আজ
সেই অপত্য স্নেহ, দূর্ণিবার ভাবনার মুখ,
যে সন্তান একদিন বড় হবে
তাকে আগলে রাখার কী অদম্য চেষ্টা !


দীশাহীন অন্ধকারের জগতে ছিলাম আমি
রহস্যময় আলোর কণা ভেদ করে
জন্ম নিলাম মাগো তোমার কোলে
দেখালে পৃথিবীর আকাশ, নদী, ফুল, পাহাড়
শেখালে সত্যের সাথে মানবিক সব আচার ।
সেই থেকে আজও হেঁটে চলেছি পৃতিবীর পথে
পাহাড়, নদী, ফুল, পাখি ভালোবেসে, আর
মানবিক সত্যকে বুকে ধারন করে
হয়ত তোমাকেই খুঁজে ফিরি হাজার মানুষের ভিড়ে ।


জানিনা মা, তুমি আজ কত দূরে !
জ্যোৎস্না রাতে নক্ষত্রের আলো হয়ে
দেখছো কি তোমার হতভাগা সন্তানকে ?
জীবনের ভারে নুইয়ে পড়া এই দীর্ঘ পথে
তুমিহীন একলা চলার যে দীর্ঘশ্বাস
সেটা কে আর বুঝবে বলো, এমন কে আছে পৃথিবীতে !
তবুও চলতে হবে আমাকে, কঠিন সময় পেরিয়ে
তোমার আশীর্বাদ মাথায় নিয়ে
যতক্ষণ মরণ এসে কেড়ে না নেয় আমার আত্মাকে ।