আমি হতে পারিনা ওদের মতো,
নীল খামে চিঠি লিখে
ভালোবাসার ঘুড়ি উড়াতে;
হাত ধরে পাশাপাশি চলতে ।
পার্ক কিংবা গার্ডেনে
সিনেমা কিংবা থিয়েটারে
অথবা
রাজপথে আলতোভাবে রিক্সায় বসে
পারিনা শরীরের উত্তাপ নিতে ।
আমার চেতনায় আমার সংস্কার
আমার রক্তে মধ্যবিত্তের হীনমন্যতা,
-পারিনা সেখান থেকে বেরিয়ে আসতে ।
সারাক্ষণ কল্পনার সাথে কথা বলা
আর স্বপ্নের জগতে বাস করা,
-বড্ড একঘেয়েমি লাগে ।
ইচ্ছে হয় সাহস নিয়ে তোমার সামনে দাঁড়ায়
তারপর চিৎকার করে বলি-
ওরা তোমার কেউ নয়,
এই আমি-
তোমার জন্য দিতে পারি সবঃ
আমার সাগর, আমার আকাশ,
আমার হৃদয়ের সমস্ত উচ্ছ্বাস ।
কিন্তু জানি আমি
তা' কোনদিনও পারবনা ।


কবিতাটির রচনাকালঃ ১১.০৪.১৯৯৯ ।


বেশ কয়েকদিন ধরে নতুন কোন কবিতা লেখার চেষ্টা করিনি, আর করলেও হয়ত লেখা সম্ভব হতোনা । এডমিন সাহেব আমার অনুরোধ রক্ষা করেনি, কিন্তু এই আসরে আমার প্রাণ প্রিয় কবি বন্ধুদের ছেড়ে দূরে থাকা সম্ভব হলোনা । বিশেষ করে যে সমস্ত কবি বন্ধু আসরে ফিরে আসার জন্য আমাকে বার বার স্মরণ করেছে, তাদের কথা উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিলনা । আমি কবি অরুন কারফা, কবি রুম্পা শিমুল, কবি জোহরা উম্মে হাসান, কবি মুস্তাফা নিউরন, কবি সুবীর কাস্মীর পেরেরা, কবি পলক রহমান, কবি ভানম আলয়, কবি আনিছুর রহমান, কবি বিভূতী দাস, কবি প্রনব মজুমদার, কবি হাসান ইমতি, কবি ডাঃ প্রবীর আচার্য নয়ন, কবি দেবাশিস সেন,  কবি নাজমুন নাহার, কবি রাজীব ভৌমিক, কবি আরিফ নীল, কবি আবু আফজাল মোহাঃ সালেহ, কবি খান , কবি নীরব দেবশর্মা , কবি সৌমিতা , কবি ঐন্দ্রিল ভৌমিক, কবি মহিউদ্দিন হেলাল,  কবি মিতা এবং সব শেষে কবি সরকার মুনীর সহ সকল কবি বন্ধুর প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল ।