জীবন এক দীর্ঘ ভ্রমণ
প্রথমে সাঁতার কেটে কেটে পার হয়ে যাও ওপারে,
নদীতে প্রচন্ড স্রোত, কিছুদূর গিয়ে শরীরকে ছেড়ে দেবে ?
জল নিয়ে গিয়ে ফেলবে গভীর পাকে,
সেখানে নুড়ি ও পাথরের সাথে ঘর্ষণ, রক্ত, ক্ষয়
এ নদী থেকে সে নদী, সাগর থেকে মহাসাগর...


তার চেয়ে ভাল, যতক্ষণ পারা যায় সাঁতার কাটো
দাঁতে দাঁত চেপে, নিজস্ব কৌশলে জল কেটে কেটে এগিয়ে যাও


কারণ দ্বিতীয় এবং তৃতীয়বারও তোমাকে পার হতে হবে
আরো বন, পাহাড়, উপত্যকা, দূর্গম পথ
সেসব পথে থাকবে আরো হেঁটে চলা, বিবরন
কান্না, ভাসা, ওড়াউড়ির অসমাপ্ত সংকলন
কিছু সফল রেখাচিত্র, বিষন্ন বিকেল, হারিয়ে যাওয়া নক্ষত্র...


এর নাম'ই হয়ত জীবন, এক দীর্ঘ ভ্রমণ ।