আজ আর
মন ভালো নেই
মন বসে না কাজে
তবু কাউকে কিছু
যায় না বলা
সকাল গড়ায় সাঁঝে ।
তুমি দিনের শেষে
একটু হেসে
বলতে যদি কথা
তোমার একটা ফোনের
মূল্যে আমি
হতাম মহারাজা ।
তোমার হাসির তোড়েই
ভেসে যেতো
মনের শত কষ্ট
একটা কল-এ হতো তোমার
খুব কি সময় নষ্ট !
তোমার চুমুর অনুরণন
বাজে শুধুই কানে
রিম ঝিমঝিম নূপুর বাজে
আজও আমার প্রাণে ।
কেন দাও না দেখা
মেঘ বালিকা
যখনই মন চায়
তোমায় কাছে পাবার
সময় আমার
যায় ফুরিয়ে যায় !  


মিলটন রেজা।
ঢাকা। [জানুয়ারী ২৯, ২০১৭ থেকে মে ৩০, ২০১৭]