"স্বপ্নের শ্বশুর বাড়ি"
            মিল্টন খন্দকার


স্বপ্নে নিতাই সুখি মানুষ
হতে চাই সে রাজা,
বাস্তবে তার নেই কোনো হুশ
স্বপ্ন কেবল বিয়ের পরের মজা।


স্বপ্ন দেখে শ্বশুর বাড়ি
খাওয়া দাওয়া আর ঘোরাঘুুরি,
মজায় মজায় কাটবে জীবন
শ্বশুর বাড়ি রসের হাড়ি।


থাকবে মিষ্টি শ্বাশুড়ি মা
ডাকবে বাবা বলবে ওমা,
এমন জামাই কারবা আছে
পোশাক কেবল নতুন জামা।


অভাব স্বভাব কতই না ভাব
শালার টাকার নেই তো হিসাব,
চাহিদা যত দেবে তত
বলবে জামাই খাবা কত।


শ্বশুরের কথা নাই বা হলো
মনটা তাহার হবে ভালো,
মেয়ের কথা ভাবলে গাজি
পয়সা কড়ির শ্রাদ্ধে রাজি।


পরের ধনে রাজা হবে
স্বপ্ন এমন দেখে নিতাই,
বউ যদি হয় যেমন তেমন
শ্বশুর বাড়ি এমনই চায়।।


"মিল্টন খন্দকার"


★  কবিতাটি আমার খুব পছন্দের। আমার বন্ধুসুলভ বড় আপুর কথায় শ্বশুর বাড়ি নিয়ে লেখার একটি প্রচেষ্টা মাত্র।।।। কবিতাটি ভালো লাগলে,কোনো ভুল বা মতামত থাকলে মন্তব্য করার অনুরোধ রইল।।।