বাংলার মানুষ তুমি,
            তুমি বাংলার জল,
মানুষের প্রেরণা তুমি,
            স্বাধীনতা তোমার লড়াইয়ের ফল।
বাংলার শান্তি তুমি,
            তুমি বাংলার সিন্ধু,
মানুষের চেতনা তুমি,
            তুমি বঙ্গের বন্ধু।।
বাংলার শক্তি তুমি,
            তুমি বাংলার সংগ্রাম,
মানুষের অধিকার তুমি,
            তুমি মানুষের জীবনকাম।।
মুক্তিহীন বাংলার তরুণ ছিলে,
            ছিলে প্রতিবাদী মুখ,
সংগ্রামী চেতনা জাগিয়ে ছিলে,
            বিমোচনে বাংলার দুখ্।।
বাংলাকে মুক্তির পথে এগিয়ে দিতে  
            ছিলে তুমি অবিসংবাদিত সচিব,
তুমি ছিলে,তুমি আছো,তুমিই থাকবে
            বাংলার বুকে
      One and Only শেখ মুজিব।।


♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
রচনাকাল: ১৪ই আগষ্ট ২০১৬ ইংরেজি।।
★পরের দিন ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে কবিতাটি নিজে আবৃতি করি স্কুলে অনুষ্ঠিত শোক সভায় নিজ বক্তব্যের মাঝে।।


★আসরের ছোট সদস্য -- মিল্টন খন্দকার