ব্যস্ততা,ব্যস্ততা, কেড়েছে সুস্থতা
চলেছে মানসিক চাপ-টেনশন।
চাকরিটা কবে হবে,
       কৈশর-যৌবন যাবে,
কবে পাবো বৃদ্ধের পেনশন।।


দিন-রাত এক করে,
      চলেছি চ্যালেন্জ লড়ে,
ডানে-বামে সব দিকে,
     প্রতিযোগী  ঝাকে ঝাকে,
বাড়ছে চাপ আর টেনশন;
      সবাইকে পিছে ফেলে,
আমি-একাই একশ' ছেলে,
কবে পাবো রাজবাড়ী-ম্যানশন।
  উড়ে যাবে চাপ আর টেনশন!!


অসীম ভাবনা ঘাড়ে,
       ঝরে পড়ি যদি ঝড়ে,
বৃথা যদি চেষ্টা,
         মন-হীন দেশটা,
চলেছে সুখের খোঁজে,
      পড়ি যদি পথো খাজে,
অকারণ যদি সব ব্যস্ততা;
    তবে মন বলবে,
            শোচনায় জ্বলবে,
এমনই ভাবনা কেড়েছে সুস্থতা।।
হায়রে ব্যস্ততা!! হায়রে ব্যস্ততা!!