বিষ্ময়কর ছোট শব্দ ব্যাহত করে পড়াশোনা,
বিশেষত যদি কানে আসে
পাশের বাড়ির ঝগড়ার আনাগোনা।।
এযে বাঙালি, ইতিহাসে বলি
লেগেই থাকে বউ শ্বাশুড়ির যুদ্ধ,
ঝগড়া যেন আমায় করে সবসময়ই ক্রুদ্ধ।।


গুষ্টির তুষ্টি, শুয়োরের মত সৃষ্টি
এই তো মুখের ভাষা,
ওদের ঝগড়ায় অতিষ্ট আমি
পাশেই তো আমার বাসা।।


আজ হয়ে বাঘ,মনে নিয়ে রাগ,
দিতে গেলাম একটু ঝাড়ি,
যাওয়ার আগেই মুখের ভাষায়
পালিয়ে এলাম তাড়াতাড়ি।।


যুগ যুগ ধরে বেঁচে থাক তোরা
বাচিঁয়ে রাখ বউ শ্বাশুড়ির যুদ্ধ,
এভাবেই নষ্ঠ করে পড়াশোনা
আমার মত ছাত্রকে কর ক্রুদ্ধ।।


★লেখার তারিখ: ২৬-০২-১৬ ইংরেজি।।
★ আমার জীবনের একটি বাস্তব ঘটনার উপর কেন্দ্র করে মনের দুঃখ প্রকাশ করতে কবিতাটি লেখা।।।কবি ভাইয়ারাও যদি মজা পান তবে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না।।


★ ধন্যবাদ।। আপনাদের আসরের ছোট সদস্য, "মিল্টন"!!!!