"বন্ধুর খোঁজে"
                 মিল্টন খন্দকার।।


জীবন নামের সময় স্রোতে
দুষ্টু মিষ্টি মনুষ্য হতে,
মন ভাসিয়ে যাওয়া ;
জীবন নামের রণ মাঠে
লড়াই করার ইচ্ছা সাথে,
কষ্ট বড় জীবন পথে
বন্ধু খু্ঁজে পাওয়া।।


বন্ধু কেহ কোথায় পাবে
যেথায় কেবল হিংসা রবে,
মনুষ্যত্ব কেবল রিপুয় ভরা
যেথা অন্যায় নামের বসুন্ধরা।।


বন্ধু খোঁজো এমন হাটে
যেথায় কেবল মনুষ্যত্ব খাটে,
মনুষ্য কেবল ন্যায়ের পথে
জীবন নামের রণ মাঠে।।


পাও যদি তবে ভাগ্য তাই
ধরিত্রী হতে মনুষ্যত্ব ছাই,
কেবল হেথায় চিটিং হয়
মনুষ্য ঠকানোর কারবার ভাই।।


বন্ধু সেতো বন্ধুই হয়
বন্ধু মহল সবাই চায়,
কিন্তু খুঁজে কজন পায়
বন্ধু পাওয়া কঠিন ভাই।।


আদর্শ বন্ধু দূর্লভ হয়।।  


★রচনাকাল: ৩১ শে মে ২০১৬,
                           সামন্তা,
                   মহেশপুর, ঝিনাইদহ
                           বাংলাদেশ।।