ইচ্ছা জাগে মনের মাঝে,        জ্ঞানী মানুষ হই।
দিতে হবে সমুদ্র পাড়ি,            সাথে নিয়ে বই।
জ্ঞান পিপাসু সত্য-বাদী,          মানুষ হতে চাই,
চেষ্টা করি বারে বারে,         ব্যর্থতা এসে যায়।
ছোট বড় ওঠা নামায়,          মনটা ভেঙ্গে যায়,
বারে বারে চেষ্টা করতে,        মনটা নাহি চায়।
মনে আসে প্রবাদ কথা,    'চেষ্টার বিকল্প নাই'।
'মেধা নয় বুদ্ধি নয়,        চেষ্টায় সফলতা হয়'।
বারে বারে চেষ্টা করে,           ভুলটা ধরা যায়,
বারে বারে চেষ্টার ফলে,    মেধার বিকাশ হয়।
ব্যর্থতা আর ব্যর্থতা দিয়ে,      বাস্তব জ্ঞান হয়,
ব্যর্থতার পর সফলতা আসে,মিথ্যা প্রবাদ নয়।
জীবন যুদ্ধে জয়ী হতে,        সব মানুষেই চায়,
বাস্তব জ্ঞান অর্জন করে,      জয়ী ক'জন হয়।
চেষ্টা করে ব্যর্থ হয়ে,         সফলতা যারা পায়,
বাস্তব জ্ঞান অর্জন করে,      তারাই জয়ী হয়।
অন্তর মোর ব্যর্থতা থেকে,    শিক্ষা নিতে চায়,
ভুলগুলো যাতে ফিরে এসে,কামড়ে নাহি খায়।


পৃথক সৃষ্টি চেষ্টা করে,           অমরত্ব মন চায়,
চরম ব্যর্থতায় কাতর হয়ে, চেষ্টার আগ্রহ জন্মায়।


→রচনাকাল:০৫-০৯-১৬ ইংরেজি।।


★কিছু ব্যর্থতা জীবনে হঠাৎই চলে আসে।।যেগুলো মেনে নেওয়া যায় না।।ব্যর্থতায় কাতর হয়ে মন আবেগী ভাব প্রকাশ করতে চায়।। জীবনের ব্যর্থতার এক চরম মূহুর্তে কবিতাটি লেখা।।জানি না লেখার মান বা অন্তমিল ভালো বা ঠিক আছে কিনা!!
★ আসরের কবিদের মতামতের অপেক্ষায় ---মিল্টন খন্দকার।।