বিজ্ঞানের  ছাত্র আমি বিজ্ঞান চর্চা করি,
বেশি বেশি অংক করি বাস্তব দিয়ে ধরি।
কলেজিয়েটের ছাত্র আমি, গনিতের স্যার কাবাতুল্লাহ
বন্ধুরা তাই প্রশ্ন করে এত অংক কি করে বুঝলা??


আমি বলি,স্যার কাবাতুল্লাহ গনিতে অতুলনীয়,
তীক্ষ্ণ মেধার অধিকারী সে,সকলের কাছে বরণীয়।
স্পষ্ট ভাষী,সুমিষ্ট বক্তা,অংকের পাহাড়
মজার মজার গল্পে অংক বুঝায় আমাদের সবার।
বজ্রের মত হাতের গতি,তলোয়ারের মত ধার,
অতি সহজে বোঝে মনের অবস্থা সবার।
নেতৃত্বে অসাধারণ,জ্ঞানই হাতিয়ার
রাগে বজ্র দৃষ্টি গম্ভীর,বুঝে ওঠা ভার।।


তিনি চেষ্টা করেন তৈরি করতে সবাইকে অংকের পাহাড়,
তারই হাতে গড়ে উঠুক অংকের ভবিষ্যৎ সবার।।।


    "মিল্টন খন্দকার"
লেখার তারিখ:::০১-০২-১৬