|||||||||||||||||||||¢¢¢¢¢|||||||||||||||||||


আমায় দেখ-----বাংলার ছেলে,
                    বাংলার নব-বীর;
বিশ্ব দেখুক----- উঠছি জ্বলে
                      উন্নত মম শীর।


আমি          থামতে চাইনা, থামবো না
                  মানতে চাইনা, মানবো না।
ওহে           দমাও আমায়--অস্ত্র-সস্ত্র,
                  রাখবো-না বাদ কোনো শাস্ত্র।।


বিশ্ব দেখবে - বাংলার ছেলে,
                   বাংলার নব-বীর।।
আমি           শত্রুর অসি,জ্ঞানের মসি,
                   উন্নত মম শীর।।


আমার        মাথায় থাকবে বিজয় ঝুটি,
                   খর্ব সর্ব, কম্প বিশ্ব মাটি।।
আমার         বুকের তলে অসীম বল,
                    দেখবে চেয়ে ধরণী তল।।


বিশ্ব দেখবে-  বাংলার ছেলে,
                      বাংলার নব-বীর,
আমি             সুনামি হয়ে হানবো আঘাত
                     কাঁপবে- মাটি আর তট তীর।।
ওহে              দমাও আমায়, বাংলার তরুণ,
                     উন্নত মম শীর।।
আমি             বাংলার নব বীর।।


আমার           রক্তে থাকবে বাঘের তেজ,
কেন নয়--      ইতিহাস যার, করেছে শিকার,
                      আমি সেই বংশের লেজ।।
আমার            নিঃশ্বাসে ঘন  অন্ধকার,
কেন নয়--       ইতিহাস বলে,খন্দক ছিলে!
                       আমি বংশে খন্দকার।।
                      
ওহে,  
বিশ্ব দেখবে-   বাংলার ছেলে,
                      বাংলার  এক-বীর!
যে --              উঠছে জ্বলে,  উঠবে জ্বলে
রুপে --           বাংলা নব-বীর।।


দুখুর ভাষায়---    বল বীর বল বীর!!
                          বল উন্নত মম শীর।।
খোকার ভাষায়-- আমি বীর আমি বীর,
                          আমি বাংলার নব বীর।।


আমার কবিতা কবিদের কেমন লাগলো তা অবশ্যই জানার তীব্র আগ্রহ আমার অন্তরে!!!