" আমার কলেজিয়েট "
              


খুশি ভরা মনে, সবুজ প্রান্তরে
তাকিয়ে দেখি ওহে কলেজিয়েট তোমারে,
তুমি সুন্দরি, তুমি মায়াবী প্রকাশ করে,
তোমারই আকাশ ছোয়া বৃক্ষ তরে।
এ যেন সেই হিমালয়, দাড়িয়ে আছে
সাইবেরিয়ার শৈত্য প্রবাহ রক্ষা করে।।


দূর থেকে যখনই দেখি তোমারে,
মনে হয় যেন অক্সফোর্ড এই কোলার প্রান্তরে।
ভাবি মাঝে মাঝে জিজ্ঞাসু মনে,ওহে
কে আছে বানাল তোমায় এই গোপালপুরে।।


তুমি নয়তো অক্সফোর্ড,নয়তো হিমালয়
তুমি আছো আমাদের অন্তরে,কলেজিয়েট বিদ্যালয়।
সৌন্দর্য্যে ভরা ভবন তোমার, সুন্দর তোমার বৃক্ষ
তুমি শিক্ষার আলোয় ভরিয়ে দিচ্ছো বাংলা মায়ের শৃঙ্খ।।


তুমি সম্মান কর, সুনাম কর,ভরিয়ে দাও শিক্ষায়
তুমি এগিয়ে যাচ্ছো,এগিয়ে যাও,
সকলের কাছে দোয়াটুকু শুধু চাই।।


রচনাকাল: ২০-০১-১৬ ইংরেজি।
উদ্দেশ্য: বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে আবৃতি।।


★বিবৃতি:: আমার বিদ্যালয়ের নাম 'গোপালপুর-কোলা কলেজিয়েট স্কুল'।এটি গোপালপুর ও কোলা নামক দুটি গ্রামের মাঝে অবস্থিত।।এটি এশিয়ান ফান্ড কর্তৃক অনুদান প্রাপ্ত একটি বিদ্যালয় যায় স্থাপনায় ১ কোটি খরচ বলে জানা যায়।। এটি ২০০৩ সালে স্থাপিত হয়।সবুজে ঘেরা মাঠের মাঝে অবস্থিত বিদ্যালয়টির সামনে বিরাট একাটি খেলার মাঠ আছে।দো-তলা ভবনের সামনে রয়েছে বিরাট উচু উচু দেবদারু গাছ।।


★এই কবিতাটির মাধ্যমে ছোট্ট এই ছেলেটির কবিতা অঙ্গনে প্রবেশ।।
★সকলের মতামতের অপেক্ষায় থাকবো!!!