এক যে ছিল ব্যাড বয়, নাম তার ইজাজ,
রাজনীতিতে সে ছিল বিরাট বড় জাহাজ।
বয়স তার ছিল দশ,
কথায় সে ফসফস।
বয়স যখন এগারো হলো,
মারামারিতে ছাড়িয়ে গেলো।
এখন তার বয়স বারো,
স্টাইলিস বলতে পারো।
মেয়েদের পিছে ঘুর ঘুর করে, নয় সে সাদামাটা,
অল্পেই রেগে মেঘে বাঘ,নাম তার তারকাটা।।
মাঝে মাঝে ভেরি গুড বয়, দেখতে লাগে হাভাত,
সুযোগ পেলেই মারামারি করে,
কে বন্ধু কে তার স্বজাত।।


হারামজাদা আস্ত একটা বজ্জাত।।


★আমার বন্ধু ইজাজ।।পাঁচটি বছর একসাথে কাটিয়েছি আমরা।।
ও একটু দুষ্টু হলেও সব কাজে আমাদের মাতিয়ে রাখতো।।আমাকে বেজায় জালাতো।। তবে ভালোই লাগতো আমার।। ওর নামে এই কবিতাটি অষ্টম শ্রেণিতে থাকতে লিখেছিলাম।।ওকে খুব মনে পড়ছে আজ।।তাই এটাই আজ আসরে দিলাম।।


★আসরের ছোট্ট সদস্য- মিল্টন খন্দকার।।