বড় বাড়ীর বড় পুকুরে
শুধু পানি আর ঘাস।
ঘাসের উপর কানাবগি
আর সাপ বিচ্ছুর বাস।


মানুষ শূণ্য ঘর বাড়ি
গাছ পালাদের আহাজারি।
আদিম যুগের পালকী খানা
কাছারি ঘরে ঝুলছে।
মানুষ ছাড়া ঘর গুলো
অজ্ঞান সুরে  কাঁদছে।


বড় বাড়ির বড়  কর্তাদের
দামী শহরে বাস।
বাড়ির বড় পুকুরে আজ
মাছের বদলে শুধুই
পানি আর ঘাস। ++++++++++++++/