আমাদের বড় গ্রামে আছে
ছোট বড় বাড়ী।
গ্রামের বড় রাস্তায় রাতদিন
চলে অনেক গাড়ী।
                  দশ পাড়ায় গ্রামটা
                  মসজিদ আছে দুইটা।
                   পাশ দিয়ে গেছে
                   বড় ভাগা নদীটা।
নদীর কুলে আছে
আদা,  পাকা বাড়ি।
পাড়ার সবাই মিলে
করি জড়া জড়ি।
               গ্রামের সবাই মোরা
                কত যে আপন।
                এক সাথে চলি
               ভাই,বন্ধু,স্বজন।
বড় ভাংগার কুলে আছে
বড় হাসপাতাল।
আমাদের বড় গ্রামে
নেই কোন মাতাল।
                 আমাদের বড় গ্রামে
                   আছে পাঠশালা।
                গ্রামের সবাই মিলে  
                  পড়া আর খেলা।


                গ্রামের চারিদিকে
                সূর্য দেয়  আলো।
               গ্রামের সবাই মোরা
                আছি বেশ ভালো।


                 আমাদের বড় গ্রামটা
                ধনপুর তার নামটা। ------------------.